গাইবান্ধায় মজলিসের দাওয়াত খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৮৫ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
জানাগেছে, গাইবান্ধা সদর উপজেলার রিফাইতপুরের ফুলবাড়ি গ্রামের বেলাল মিয়ার মা মৃত আলেমা বেগমের নামে মজলিসের আয়োজন করেন। এতে ফুলবাড়ী গ্রামের প্রায় এক হাজার মানুষকে দাওয়াত করেন। দাওয়াতে গ্রামবাসীকে সাদা ভাত ও আটার ডাল দিয়ে আপ্যায়ন করা হয়। পরে রাত থেকে অনেকেই পাতলা পায়খানা ও বমিসহ পেট ব্যথা করার কারণে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয়। এ পর্যন্ত গাইবান্ধা সদর হাসপাতালে ৮৫ জন ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।
গাইবান্ধা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, একসাথে এত রোগি আসায় হিমশিম খেতে হচ্ছে। তারা আরো বলেন, অনেক লোকের খাবরের আয়োজনে সর্তকতা অবলম্বন করা উচিৎ ছিল। হয়তো খাবরের মাঝে বিষাক্ত কোন পোকা মাকড় পরেছিল।
বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। রোগির সংখা আরো বাড়তে পারে বলে শংকা রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :