AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় ব্র্যাক ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন ওয়াশ প্রোগ্রাম কর্মসূচী অনুষ্ঠিত


Ekushey Sangbad
চয়ন বিশ্বাস, জেলা প্রতিনিধি, পটুয়াখালী
০৫:১৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
গলাচিপায় ব্র্যাক ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন ওয়াশ প্রোগ্রাম কর্মসূচী অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে মোঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)  দুপুর দের টার দিকে ব্র্যাক ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন ওয়াশ প্রোগ্রাম কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচীতে উপজেলা পযার্য়ে সরকার নিবন্ধিত বিদ্যালয় গুলোতে নিরাপদ পানি ব্যবস্থা, ওয়াশ স্থাপনাসমূহের সঠি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এবং ছাত্র-ছাত্রীদের সু-অভ্যাস গঠন সহ নানা বিষয়ে আলোচনা হয়।

ব্র্যাক ওয়াশ প্রোগ্রাম কর্মসূচী অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, প্রকল্পটি ২০১৪ সাল থেকে সমগ্র বাংলাদেশে পথ চলা শুরু হয়। এর ধারাবাহিকতায় পটুয়াখালী জেলায় ২০২৩ সাল থেকে ব্র্যাক ওয়াশ প্রোগ্রাম কর্মসূচী গ্রহন করে।

গলাচিপা উপজেলার বিগত ২০২৩ সাল থেকে ২০২৪ সালে সর্বমোট ২৩ টি এবং ২০২৫ সালে আরো ৯ টি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় ওয়াটার সেনিটেশন এবং হাইজিন ওয়াশ কর্মসূচি গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন বলে অনুষ্ঠানের বিশেষ অতিথি পটুয়াখালী জেলা ব্যাবস্থাপক ( ব্র্যাক) ওয়াশ কর্মসূচী মোঃ সুলতান উদ্দিন বলেন।  

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গলাচিপা, গলাচিপা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমি সুপারভাইজার আবুসাঈদ মোহাম্মদ আবু কালম, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, এন,জেড আলিম মাদ্রাসার সুপার আব্দুল হাই, টেলিভিশন সাংবাদিক ফোরাম ক্লাবের সাংগঠনিক সম্পাদক শিশির রঞ্জন হাওলাদার, সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম চয়ন,  গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম মাউলানা মোহাম্মদ তাওহিদ।

এছাড়াও মোঃ নেফাজ উদ্দিন ব্র্যাক জেলা সম্বনয়কারী, পটুয়াখালী, মোঃ হাসান তালুকদার ডেপুটি ম্যানেজার, ট্যানিক্যাল ব্র্যাক ওয়াশ কর্মসূচী পটুয়াখালী, এবং পলাশ বড়ুয়া কর্মসূচী সংগঠক ব্র্যাক, ওয়াশ কর্মসূচী গলাচিপাসহ ব্র্যাক এর অন্যান্য কমকর্তা বৃন্দরাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

 

 

Link copied!