রাজীবপুর উপজেলা যুবলীগের সহ সম্পাদক কামরুল হাসান ফারুক`কে আটক করেছে রাজীবপুর থানার পুলিশ। রাজীবপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে হামলা ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়েছে। ফারুক`কে সেই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা শহরের হাইস্কুলে সড়কের তার বাসভবন সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
রাজীবপুর থানা ও মামলা সূত্রে জানা গেছে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী স্থানীয় আ`লীগ নেতা কর্মীরা উপজেলা শহরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই ঘটনার ১২ বছর পর সম্প্রতি স্থানীয় এক জামায়াত কর্মী একটি মামলা দায়ের করে।
আটকের সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম বলেন,আটককৃত ফারুক`কে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :