AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০৭:৩২ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে  প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম ও ২য় স্থান নির্ধারনী খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  ( ১৮ ফেব্রুয়ারি) দুপুর  ২টায় বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়, ময়মনসিংহ এর আয়োজনে সার্কিট হাউজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।


টুর্নামেন্টের (মেয়েদের) বিভাগীয় পর্যায়ে ১ম ও ২য় স্থান নির্ধারনী খেলায় নেত্রকোনা   জেলার কেন্দুয়া  উপজেলার দুখিয়ারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে ৬-৩গোলে হারিয়ে ময়মনসিংহ  জেলার ঈশ্বরগঞ্জ  উপজেলার ঈশ্বরগঞ্জ সরকারী প্রথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে নুরেছা দুখিয়ারগাতী  প্রাথমিক বিদ্যালয়ের কলি।  


উল্লেখ্য, সোমবার সেমিফাইনালে জামালপুর জেলার সরিষাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে নুরেছা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়।


ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, মো: জালাল উদ্দিনের  সভাপতিত্বে প্রধান অতিথি সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডি আই জি জহিরুল ইসলাম  ও অতিরিক্ত জেলা প্রশাসক ময়মনসিংহ  । খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের কাছে পুরষ্কার তুলে দেন সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। 


এসময় আরও উপস্থিত ছিলেন- বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণসহ ক্রীড়ামোদিরা। 


উল্লেখ্য এ টুর্নামেন্টে বিভাগের মোট ৪ টি জেলা থেকে সেরা দল  বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে অংশ গ্রহন করে। এর মধ্যে আজ বিভাগীয় পর্যায়ে ১ম স্থান নির্ধারনী খেলায় নুরেছা দুখিয়ারগাতী  সর.প্রাথমিক বিদ্যালয়  দল রানার্সআপ  হওয়ার গৌরব অর্জন করে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!