নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রজত জয়ন্তী উদযাপন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আড়াইহাজার উপজেলা পরিষদ চত্বর থেকে ঢাক ঢোল বাজিয়ে যুগান্তরের লোগো সংবলিত টি-শার্ট পরে শহীদ মিনার হয়ে উপজেলা চত্বরে এসে র্যালী শেষ হয়।
রেলী শেষে যুগান্তর সজন সমাবেশের সভাপতি কবি ও সাহিত্য ম. আ. সাত্তার এর সভাপতিত্বে এবং আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের প্রতিনিধি মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমরা ছাত্র জীবন থেকে দেখে আসছি যুগান্তর অন্যায়ের সাথে কোনরকম আপোষ করে না এবং তারই ধারাবাহিকতায় গত জুলাই ২৪ বিপ্লবেও যুগান্তর ও যমুনা টেলিভিশন যুগান্তকারী ভূমিকা রেখেছে। যুগান্তরের কলাকুশুলি শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমেদ বলেন, যুগান্তর সর্বদা জনগণের পক্ষে কথা বলে, তার প্রমাণ গত ২৪ জুলাই বিপ্লবে তারা রেখেছে। যুগান্তরের উত্তরোত্তর সফলতা কামনা করেন। আরো বক্তব্য রাখেন, সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ, যুগান্তর স্বজন সমাবেশের প্রধান উপদেষ্ট প্রফেসর গিয়াস উদ্দিন। তিনি বলেন, যুগান্তর সাধারণ মানুষের ভাষায় কথা বলে সেজন্য পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- যুগান্তর আড়াইহাজার প্রতিনিধি মোঃ মোক্তার হোসাইন, আড়াইহাজার উপজেলার সুজনের সভাপতি মনিরুজ্জামান সরকার, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা সুমন দেবনাথ, আড়াইহাজার টাইমসের সম্পাদক নজরুল ইসলাম প্রিন্স, যায়যায় দিনের প্রতিনিধি রফিক, ভোরের দর্পণের জাকির হোসেন, বিজয় টেলিভিশনের মোস্তফা কামাল, বাংলাদেশ টুডের শাজাহান কবির, ইনকিলাবের আলামিন, দৈনিক জনতার হাবিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ পিয়াল, আড়াইহাজার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠক মুনিয়া স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সাজ্জাদ হোসেন সেলিম, আজিম উদ্দিন, মোহাম্মদ আশিক, আমরা নারায়ণগঞ্জ এর সন্তানের সদস্য মোঃ হাবিবুর রহমান, যুগান্তরের প্রতিষ্ঠাকালীন থেকে এখন পর্যন্ত নিয়মিত যুগান্তর পাঠক মোঃ ইসমাইল হোসেনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী। সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া, কেক কাটা ও মিষ্টি বিতরণ মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :