বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মশাং গ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র উচ্চমান সহকারী আফরোজা খানমকে তার একই প্রতিষ্ঠানের গাড়ি চালক স্বামী মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক এর বিরুদ্ধে যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের অভিযোগে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি স্বামী ও স্ত্রী ঢাকা থেকে গাড়ি চালক স্বামী সাখাওয়াতের বাড়িতে আসেন, গ্রামে নির্মাণাধীন বিলাসবহুল ভবন নির্মাণ করতে স্ত্রী আফরোজা খানম কে অফিস থেকে ২০ লক্ষ টাকা লোন তুলতে চাপ প্রয়োগ করে। এতে আফরোজা অপরগত প্রকাশ করলে তাকে বেদম মারধর ও তালাক দেওয়ার হুমকি দেয়।
এ সময় তিনি নির্মম নির্যাতনের শিকার হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তার বাবা মা ও ভাই তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধীক বার সমাধানের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরবর্তীতে আফরোজা খানম ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বাদী হয়ে একটি যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করেন।
এ বিষয়ে ঢাকা জেলার সাভার উপজেলা জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত গাড়ি চালক মোঃ সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইলে, তিনি বলেন, পারিবারিক সমস্যা হয়েছিল সমাধান হয়ে গেছে। মশাং গ্রামের আফরোজা খানমের ছোট ভাই নাঈম জানান, বোনজামাই সাখাওয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করে বর্তমানে আমরা হুমকির মুখে রয়েছি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান উজিরপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আদালতে চার্জশিট প্রদান করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :