AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে বৈষম্য বিশৃঙ্খলা ও চাঁদাবাজির প্রতিবাদে জাসদের মানববন্ধন


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৮:২৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
পঞ্চগড়ে বৈষম্য বিশৃঙ্খলা ও চাঁদাবাজির প্রতিবাদে জাসদের মানববন্ধন

পরে সারা দেশে বৈষম্য বিশৃঙ্খলা ও চাঁদাবাজির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা জুলাই গণঅভ্যত্থানের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা, গণহত্যাকারীদের নির্বাচনে নিষিদ্ধ করা, বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা ও রমজানে দ্রব্যমূল্যের বাজার সহনীয় রাখার দাবি তোলেন। একই সাথে জুলাই আগস্ট বিপ্লবকে ধারণ করে সারা দেশে বৈষম্য ও বিশৃঙ্খলা দূর করা এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বাংলাদেশ জাসদ পঞ্চগড়ের সভাপতি এমরান আল আমিন, সহসভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেনসহ জাসদ নেতারা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জানান, এই গণঅভ্যত্থানের পরে কোন কোন দল মনে করছে তারা ক্ষমতার মসনদ পেয়ে গেছে। তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি ও দখলবাজিসহ চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাদের থামাতে না পারলে এই অভ্যত্থানের কোন মূল্য থাকবে না। বাংলাদেশ জাসদ সব সময় ক্ষমতাকে লাথি মেরে মানুষের কাতারে দাঁড়িয়ে মানুষের অধিকারের কথা বলেছে। এখন তাই করবে। তাই প্রশাসনকে শক্ত হাতে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করার অনুরোধ জানান তারা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!