ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা গণধিকার পরিষদের সদস্য সচিব করিম শরীফকে অব্যাহতি দিয়েছেন আহবায়ক আনিসুর রহমান। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে এক চিঠির মাধ্যমে অব্যাহতি প্রদান করা হয়।
এ বিষয়ে গণধিকারের ভাঙ্গা উপজেলার আহবায়ক আনিসুর রহমান একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গতকাল ১৭ ফেব্রুয়ারি সন্ধার পরে ভাংগা থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম তার অফিসে শুভেচ্ছা বিনিময় কালে গণধিকার পরিষদ (জিওপি) ভাঙ্গা উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব করিম শরীফকে দলীয় শৃঙ্খলা ভেঙ্গে আওয়ামী ফ্যাসিবাদের দোসর মোঃ মিরু মাতুব্বর এর সাথে ছবি তোলায় তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে আত্মপক্ষ সমর্থন করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কারন দর্শাতে বলা হলো। একই সাথে মোঃ মিরু মাতুব্বর এর সাথে কোন গণআধিকার পরিষদের (জিওপি)কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণধিকার পরিষদ বিতর্কিত করার জন্য আমাদের সহযোদ্ধাদের সাথে মিশে একটি ছবিতে অন্তর্ভুক্ত হয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করায় আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতেও কোন প্রকার আওয়ামী লীগ ও আওয়ামী ফ্যাসিবাদের দোসর এমন কোন ডেভিলদের সাথে পারিবারিক ও সামাজিক সম্পর্ক এড়িয়ে চলার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
তিনি আরো জানান, এমন অনাকাঙ্খিত ঘটনায় ভাঙ্গা উপজেলার গণঅধিকার পরিষদ দুঃখ প্রকাশ করেন। ভাঙ্গা থানার ওসি কোন প্রকার সংশ্লিষ্টতা নেই, তিনি তাকে চিনেন না।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :