AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০১:৪৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থী ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড়ে বিক্ষোভ মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা সহ সাধারণ শিক্ষার্থীরা। এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়ে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯ টায় এবং রাত ১০ টায় পৃথক ভাবে পাল্টাপাল্টি অভিযোগ করে এই বিক্ষোভ মিছিল করে তারা। এর আগে রাত ৯টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীরা পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে উপস্থিত হয় একটি বিক্ষোভ মশাল মিছিল বের করে। মিছিলটি তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে শহরের শেরে বাংলা পার্কে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা খুলনায় শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক শাকিল ইসলাম, সাধারণ শিক্ষার্থী আব্দুল্লাহ মিম বক্তব্য রাখেন।

এদিকে রাত ১০টার দিকে পাল্টা অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের নেতাকর্মীরা পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জমায়েত হয়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সংগ্রহকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের উপর হামলা করেছে ছাত্র শিবির। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু সাঈদ, পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বক্তব্য রাখেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!