AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে দুই ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা


ফরিদগঞ্জে দুই ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা

অবৈধভাবে ব্রিকফিল্ড পরিচালনা করায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দুই ব্রিকফিল্ড পৃথক পৃথক অভিযান চালিয়ে ৯ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার পৌর এলাকার চরবশন্ত এলাকায় অবস্থিত (টিএনবি )ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লক্ষ টাকা জরিমানা ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন অবস্থিত গাজীপুর বাজার সংলগ্ন মাহবুব চেয়ারম্যান (এমসিবি) ব্রিকফিল্ডকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান।

জানা যায়, টিএনবি ও এমসিবি ব্রিকফ্লিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ ভঙ্গ করায় ওই দুই ব্রিকফিল্ডকে নয় লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনা পূর্বে লাইসেন্সসহ সকল ধরনের বিধিমালা মেনে ইট ভাটা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান জানান, অবৈধ ইটভাটা পরিচালনা করায় ২০১৯ এর ১৫/১ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ইটভাটায়ও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্যরা, পরিবেশ অধিদপ্তরের চাঁদপুরের প্রকৌশলী মোঃ হান্নান, পরিদর্শক সরমিতা আহমেদ লিয়া,ফরিদগঞ্জ বন ও পরিবেশ অফিসার মোঃ কাউছার আহমেদ ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন ও ফরিদগঞ্জ থানার এএসআই কাউসার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!