AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই


উজিরপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই

বরিশালের উজিরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়েছে আটটি দোকান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টায়  উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রশিদ জানিয়েছেন। অগ্নিকাণ্ডে আবু তালেবের মুদি দোকান, আজিজুলের কাঠের ফার্নিচারের দোকান, ফয়সালের ইজিবাইকের দোকান,  ধনু সরদারের থাই গ্লাসের দোকান, আলামিনের মোটরসাইকেলের গ্যারেজ, কবিরের রেন্ট এ কারের দোকান, জাকির শিকদার ও সবুজের মোটরসাইকেলের ওয়ার্কশপ পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, রাত ১২টার দিকে  শর্ট সার্কিট এর মাধ্যমে কবিরের রেন্ট এ কারের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।  ওই সময় দোকানগুলোতে কেউ না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারা ও গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিস এর দুইটি করে মোট চারটি ইউনিট  সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না।  তবে কোটি টাকার মালামাল উদ্ধার করার দাবি করেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।  তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপি‍‍`র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটিসহ - বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, শিকারপুর বিএনপির আহবায়ক আব্দুর রফ মিয়া, বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাদশা, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন স্থানীয় বিএনপি‍‍`র সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করা হবে। এদিকে  ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌছুলে জয়শ্রী বাজারের পাশ থেকে বয়ে যাওয়া খালটি খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা।  দখলদারদের কবলে পড়ে বর্তমানে খালটি পানি প্রবাহ নেই। যার কারণে আগুন নিভাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছিল ফায়ার সার্ভিসকে।  স্থানীয়দের দাবির প্রেক্ষিতে খালটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপি‍‍`র  যুগ্ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন, দোকান ঘরের মালিক বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিন শিকদার, আব্দুল হালিম মাস্টার, লিমন খান উপস্থিত ছিলেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!