AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
অপারেশন ডেবিল হান্ট

কোটচাঁদপুরে শ্রমিকলীগের সাধারন সম্পাদক আটক


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৫:১১ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
কোটচাঁদপুরে শ্রমিকলীগের সাধারন সম্পাদক আটক

কোটচাঁদপুরে ডেভিল হান্টের অপারেশনে শ্রমিকলীগের সাধারন সম্পাদক পুলিশের হাতে আটক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় দুধসরা বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা। 


জানা যায়,কামরুল হাসান (৩০)। সে দুধসরা জোলপাড়ার নূর মোহাম্মদের ছেলে। গেল পাশে আগস্ট সরকার পতনের পর থেকে সে এলাকায় গা ঢাকা দিয়ে ছিলেন। বুধবার সকালে এলাকার ছাত্র জনতা তাকে দেখে আটক করেন। এরপর উত্তম মাধ্যম দিয়ে কোটচাঁদপুর থানা পুলিশের খবর দেন। পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। পরে কালিগঞ্জ থানা পুলিশের হাতে সৌপদ্য করেন। কামরুল ইসলাম কামরুল কালিগঞ্জ থানার একটি মামলার আসামি হওয়ায় তাকে ওই থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর। তিনি বলেন,বুধবার সকালে স্থানীয় জনতা তাকে আটকে রাখেন। এরপর আমরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় পাঠিয়েছি।


তিনি কোটচাঁদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া কামরুল ইসলাম কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র  ও বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডলের মিথ্যা ককটেল উদ্ধার মামলার বাদী ছিলেন। 


উল্লেখ্য,কোটচাঁদপুরে ডেভিল হান্টের অপারেশনে এ পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ। যার মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও কোটচাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!