ভাড়ায় নেয়া ভ্যান চালিয়ে চলতো টেংরা দাসের পাঁচ সদস্যের পরিবার। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সেই ভ্যানটিই নিয়ে গেছেন চোরেরা। এখন একদিকে তার সংসার অন্যদিকে ফেরত দিতে হবে মালিকের ভ্যান। এমন উভয় সংকট নিয়ে বিপাকে পড়েছেন কোটচাঁদপুরের ভুক্তভোগী ওই ভ্যান চালক।
ভুক্তভোগী ভ্যান চালক টেংরা দাস বলেন, মঙ্গলবার দুপুর দুইটা বাজে। ওই সময় কোটচাঁদপুরের সলেমানপুর বড় পুকুর এলাকার একটি বাড়ির সামনে ভ্যানটা রাখি। ওই সময় ওই খানে আরো তিনটি ভ্যান রাখা ছিল। এরপর আমি ট্র্যাকে করে সিমেন্ট নামাতে শিশুতলা বাজারে যায়। ওখানে কাজ শেষ করে ফিরে এসে ভ্যানটি আর পায়নি। যে ভ্যানটি ছিল আমার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। যা নিয়ে গেছেন চোরেরা।এখন আমি আমার পরিবার নিয়ে বড় দুঃচিন্তায়।
তিনি বলেন, এর আগে আমার নিজস্ব ভ্যান ছিল। যা কিনে ছিলাম লোনের টাকা দিয়ে। সম্প্রতি সংসারের প্রযোজনে বিক্রি করে, ভাড়ার ভ্যান নিয়ে চালাচ্ছিলাম। তাও নিয়ে গেল চোরে। এখন মালিক ফেরত চাচ্ছেন তাঁর ভ্যান। অন্যদিকে আমার ৫ সদস্যের পরিবার। যার মধ্যে রয়েছে আমার তিন মেয়ে। এদের একজন ৬ ষষ্ঠ শ্রেনীর ছাত্রী আরেকজন দ্বিতীয় শ্রেনীর।
এ দুইয়ে মিলে চরম বিপাকে আমি। তিনি বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ওই সংক্রান্ত বিষয়ে একটা অভিযোগ হয়েছে। যা তদন্তের জন্য দেয়া হয়েছে পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই সাইদুর রহমানের কাছে।
এদিকে তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান বলেন, আমি ছুটিতে আছি। ফিরে গিযে অভিযোগটি তদন্ত করে দেখবো।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :