AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগঞ্জে ৭ম জাতীয় স্কাউটিং কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প শুরু


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৫:৪৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
সিরাজগঞ্জে ৭ম জাতীয় স্কাউটিং কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প শুরু

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ শ্লোগানে সিরাজগঞ্জে যমুনা নদীর হার্ড পয়েন্টে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটসের ৭ দিনব্যাপী ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অংশগ্রহণকারী রোভার স্কাউট, রোভার লিডার, স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ও নাম লেখার মধ্য দিয়ে শুরু হয় সাতদিনের ৭ম কমডেকা। অংশগ্রহণকারী রোভার স্কাউট, লিডার, স্বেচ্ছাসেবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রটি।

বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় আয়োজিত এই উন্নয়নমূলক ক্যাম্পের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন। এই বিশাল আয়োজনে সিরাজগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, যা পুরো জেলার জন্য একটি গর্বের  বিষয় হয়ে উঠেছে।

৭ম জাতীয় কমডেকার সমন্বয়কারী প্রফেসর ড. খান মাঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ এ ১৯ ফেব্রুয়ারি বুধবার থেকে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত এই কমডেকা চলবে। এবারের কমডেকায় দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৬ হাজার স্কাউট সদস্য ও লিডারেরা অংশগ্রহণ করছে। ৭ দিনব্যাপী কমডেকার বিভিন্ন অংশে উপস্থিত থাকবেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ স্কাউটসের নীতি নির্ধারকেরা। দ্বিতীয় দিন ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

উল্লেখ্য, ২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় থেকেই হার্ট পয়েন্ট এলাকাটি স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!