ময়মনসিংহের নান্দাইলে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্জিয়া রেবেকা সুলতানার সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রফিকুল ইসলাম ভুঞা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ কাজী মঞ্জুর মোর্শেদ,উপাধ্যক্ষ মো.আলী আহসান খান পারভেজ, উপজেলা আইসিটি অফিসার মো. রাকিবুল হাসান, সাংবাদিক শামছ-ই তাবরীজ রায়হান, প্রবাল মজুমদার প্রমুখ।
সকালে ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলনের পর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে দেশাত্মবোধক ও একাত্তর এর মহান মুক্তিযুদ্ধের উপর মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়।
বিকালে ক্রিড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :