গোপালগঞ্জের মুকসুদপুরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রশিকার `মাদকাসক্তি রুখবো, সমৃদ্ধ বাংলাদেশ গড়বো` প্রতিপাদ্যের আলোকে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচী উদযাপিত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন প্রশিকা মুকসুদপুর উন্নয়ন এলাকা এ অনুষ্ঠানের আয়োজন করে ।
মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশিকা কেন্দ্রীয় ব্যবস্থাপক মো.নুরুল ইসলাম।
প্রশিকা মুকসুদপুর এলাকা ব্যবস্থাপক মো: নাসির উদ্দিন খানের সঞ্চালনায় আলোচক ছিলেন প্রশিকা সিনিয়র সহকারী পরিচালক আ. রহিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক রনজিৎ কুমার দাস।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :