ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মানব পাচার প্রতিরোধ কমিটির (সি টি সি)উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি ও সারভাইভার সুরক্ষা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা মানব পাচার প্রতিরোধ ও দমন সংক্রান্ত কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটিসির কমিটির পরিচিতি, গঠন ও কার্যক্রম বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন, মুকুল আলী, সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু।
এছাড়া আরো বক্তব্য রাখেন, ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ শামীম, চন্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান, আব্দুল খালেক মোল্লা, আলগা ইউনিয়নের চেয়ারম্যান মম সিদ্দিক মিয়া, মানিকদহ ইউনিয়নের চেয়ারম্যান, শহিদুল ইসলাম বাচ্চু, নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, তাড়াইল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সিটিসির পরিকল্পনা নিয়ে মুকুল আলী বলেন, মানব পাচারে যে সকল মানুষ বাংলাদেশের বাইরে গিয়ে প্রতারিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বয়স যদি চল্লিশের কম হয় তাদের নিয়ে এই সিটিসি কর্মসংস্থান, অথবা চাকরি তার যোগ্যতা অনুসারে দেওয়া দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো জানান, অতি লোভী দালাল চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষদেরকে বিদেশে নেওয়ার নামে ধোঁকা দিচ্ছে ঐ সকল মানুষদেরকে গ্রামে গ্রামে গিয়ে প্রয়োজনে জনপ্রতিনিধিদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :