AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে ২১শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আমিনুল হক বুলবুল, নান্দাইল, ময়মনসিংহ
০৯:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
নান্দাইলে ২১শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারের সভাপতিত্বে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার শিউলী, সাংবাদিক এনামুল হক বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান, বিল্লাল হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।

দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে ২০শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা সদর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, প্রভাত ফেরী, চিত্রাংকন প্রতিযোগিতা, বইমেলা, মসজিদে মোনাজাত ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!