AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে মহানবী (সা) কে নিয়ে কটূক্তি, দুই শ্রমিক আটক


নারায়ণগঞ্জে মহানবী (সা) কে নিয়ে কটূক্তি, দুই শ্রমিক আটক

নারায়ণগঞ্জের বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগ করে দুই শ্রমিককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরের সোনাকান্দা নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে এই ঘটনা ঘটে।

পরবর্তীতে স্থানীয় প্রশাসন গিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই সঙ্গে অবরুদ্ধ দুই শ্রমিককে তাদের হেফাজতে নেন।

আটক দুই শ্রমিক হলেন, অমৃত সূত্র ধর (৪২) ও সঞ্জিত সূত্র ধর (৪০)। তারা দুইজনেই বন্দরের থানার সোনাকান্দা এলাকার নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডকইয়ার্ড শ্রমিক অমৃত চন্দ্র সূত্রধর ও সঞ্জিত চন্দ্র সূত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবী (সা.) কে নিয়ে বাজে মন্তব্য করে কটূক্তি করে। এ ঘটনায় সাধারণ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাদের অবরুদ্ধ করে রাখে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, নবীজীকে কটূক্তির অভিযোগে দুইজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। এখনো তাদেরকে গ্রেফতার দেখানো হয় নি। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!