ভোলার চরফ্যাশনে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের দুই জন আহত হয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের মো.আবুল কাশেমের স্ত্রী পিয়ারা বেগম (৩৭) ও তার ছেলে কামরুল ইসলাম (২৬)।
জানা যায়, আব্দুল্লাহপুর ১ নম্বর ওয়ার্ডের মো.আবুল কাশেমের সঙ্গে একই এলাকার মজিবল হক মালদের কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত মঙ্গলবার রাতে মজিবল হক মালের ছেলে রুহুল আমীন দেশীয় অস্ত্র ও সঙ্গবদ্ধ সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের বাড়ি ঘরে হামলা চালায় এবং তার স্ত্রীকে মারধর করেন। এবং বুধবার সকালে ভুক্তভুগী আবুল কাসেমের ছেলে কামরুল তার কর্মস্থলে যাওয়ার সময় রুহুল আমীনরা তাকে হত্যার উদ্দেশ্যে তার অপর অতর্কিত হামলা চালায়। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।
আহত কামরুল ইসলাম অভিযোগ করে বলেন,মজিবল হক মালদের সাথে আমাদের কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে আমি আমার কর্মস্থলে যাওয়ার পথে মজিবল হল মালের ছেলে রুহুল আমিন দেশীয় অস্ত্র ও তার সঙ্গবদ্ধ সন্ত্রাসী বাহীনি নিয়ে পিছন থেকে আমার গলায় রশি পেছিয়ে শ্বাস রোধ করে হত্যা চেষ্টা করে এবং আমাকে বেধরক মারধর করেন। এসময় আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় রুহুল আমিন ও তার সন্ত্রাসীবাহীনিরা।
ভুক্তভোগী আবুল কাশেম বলেন, মজিবল হক মালের ছেলে রুহুল আমিনের নেতৃত্বে সন্ত্রাসী বাহীনিরা আমার স্ত্রী ও ছেলের উপর অতর্কিত হামলা চালায় আমি এর উপযুক্ত বিচারের দাবি জানাই।
এ বিষয়ে খোঁজ নিতে হামলাকারী রুহুল আমিনের মুঠোফোনে একাধিক বার কল করলে মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :