AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিকেলে বৈষম্যবিরোধীর কমিটি ঘোষণা, রাতে পদত্যাগ


বিকেলে বৈষম্যবিরোধীর কমিটি ঘোষণা, রাতে পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর ১৬০ জন সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।

বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ২১৭ সদস্যের এই কমিটিতে নাদিম পাটওয়ারীকে আহ্বায়ক এবং সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম বলেন, “চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের পরও যেভাবে কমিটি দেওয়া হয়েছে, তা আমাদের মনঃপূত হয়নি। রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরও প্রাধান্য দেওয়া হয়নি। “তাই এই কমিটি বিতর্কিত। আমরা এই কমিটিকে বয়কট এবং অবাঞ্ছিত ঘোষণা করলাম।”

মোজাম্মেল বলেন, “২৪-এর আন্দোলনে শহীদ ও আহতরা যেই ম্যান্ডেডে আন্দোলন করেছে, এই কমিটি সম্পূর্ণ তাদের ম্যান্ডেডের বিরুদ্ধে অবস্থান করেছে। এই কমিটি প্রকাশের পর জেলা ও উপজেলার ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে একটি কোন্দল সৃষ্টি হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাই, ২১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির মধ্যে প্রায় ১৬০ জন পদত্যাগ করেছেন।

“যারা পদত্যাগ করেছেন, তাদের অনেকেই জানতেন না এই কমিটিতে কীভাবে তাদের নাম এসেছে। শুধু এই কমিটিকে বয়কট বিবেচনা করে নতুন কমিটি দিলেই হবে না, কেন্দ্র আমাদের কাছে এই কমিটি নিয়ে জবাবদিহি করতে হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাকিব হোসেন বলেন, “ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা কমিটি ঘোষণার লক্ষ্যে কেন্দ্র যেই আলোচনা করেছে সেখানে যেই কথাগুলো বলেছে, বাস্তবে সেই কথা তারা রাখেনি। এই কমিটির মাধ্যমে জেলা ও উপজেলার মধ্যে বিভক্তি সৃষ্টি করে বৈষম্যের সংগঠনকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে। আমরা চাইনা কারও কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনটি প্রশ্নবিদ্ধ হোক।

“তাই আমরা চাই সবার মতের ভিত্তিতে এই কমিটির গঠন করা হোক। তাই আমরা কেন্দ্রের কাছে অনুরোধ জানাব, অনতিবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে কমিটি দেওয়া হোক।”

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!