দৈনিক মানবজমিন পত্রিকা গৌরব ও সাফল্যের সাথে ২৬ বছর অতিবাহিত করে ২৭ বছরে পদার্পণ করায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ-উল্লাসে গণ মানুষের প্রিয় পত্রিকা মানবজমিনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ ঘটিকায় নাসিরনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় ফ্লোরে কালবেলা কার্যালয়ে পত্রিকাটির ভবিষ্যত পথচলার জন্য শুভেচ্ছা বক্তব্য বিনিময় ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
নাসিরনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা- সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মো.আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ার, বিশেষ অতিথি ছিলেন গরীবের ডাক্তার খ্যাত বিশিষ্ট চিকিৎসক ডা. সাইফুল ইসলাম , নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল আলম, সহকারি অধ্যাপক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি অধ্যাপক আমিনুল ইসলাম,
দৈনিক ইত্তেফাক পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মো. আক্তার হোসেন ভূঁইয়া,দৈনিক কালবেলা ও এনটিভির নাসিরনগর- সরাইল প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদ।
দৈনিক যুগান্তর প্রতিনিধি মনির হোসেনের সঞ্চালনায় দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি নয়ন কুমার দাস, আজকের পত্রিকার নাসিরনগর প্রতিনিধি বরুন সরকার, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো. আরিফুল ইসলাম,দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শামীম আল মামুন,দৈনিক বর্তমান প্রতিনিধি মো. আবদাল, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মো. পারভেজ ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তীসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ,জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীবৃন্দ। তাদের পদচারণায় প্রতিষ্ঠা বার্ষিকী মিলনমেলায় পরিণত হয়েছিল।
সবশেষে অতিথিদের নিয়ে রাতের ডিনার পর্বে অংশগ্রহণ করে বিভিন্ন গনমাধ্যমেের সাংবাদিকগণ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :