AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিএসসি ও ইউজিসিতে রাবির শিক্ষক প্রতিনিধি না দেওয়ার প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৪:৪০ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
পিএসসি ও ইউজিসিতে রাবির শিক্ষক প্রতিনিধি না দেওয়ার প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা

পিএসসি ও ইউজিসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নিয়োগ না দেওয়ার প্রতিবাদে এবং রাষ্ট্র ক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্ধ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট সংলগ্ন স্যুভেনি সপের সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন রাবির সমাজকর্ম বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী সজীব।

তিনি বলেন, জুলাই-আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করেছি। ছাত্রজনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা এ অসাধ্য সাধন করতে পেরেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য আপামর জনসাধারণের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের প্রেক্ষিতে কাঙ্ক্ষিত বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো এখন অবধি পূর্ণ বাস্তবায়িত হয়নি। যার ফলে জুলাই বিপ্লবের বিভিন্ন স্টেকহোল্ডার যেমন বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী শ্রেণি, পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদরাসা, শ্রমিক-রিকশাচালকসহ জনগণের সর্বস্তরে বিভাজন লক্ষ্যণীয়। এ বিভাজনকে আমরা যদি সঠিকভাবে মূল্যায়ন করে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে না পারি তবে ইনক্লুসিভ ও বৈষম্যহীন বাংলাদেশ বাস্তবায়ন করা আদৌ সম্ভব হবে না।


তিনি আরো বলেন, অভ্যুত্থান পরবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হলো, বিভিন্ন সংস্কার কমিশন হলো, পিএসসি-ইউজিসিতে নিয়োগ দেওয়া হলো এসব কিছুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকাকেন্দ্রিক একচ্ছত্র আধিপত্য লক্ষ করা যাচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় ও স্থানকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলেই আমরা দেখতে পাচ্ছি। যা ইনক্লুসিভ এবং কোয়ালিটি বাংলাদেশ গঠনে বিরূপ প্রভাব ফেলবে। তারই ধারাবাহিকতায় সরকারি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে নিয়োগের ক্ষেত্রে যে প্লেস ডিসক্রিমিনেশন এবং ইনস্টিটিউশনাল ডিক্টেটরশিপ দেখা যাচ্ছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপ্লব পরবর্তী এমনসব অবিবেচনাপ্রসূত কার্যক্রম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সেইসাথে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বক্ষেত্রগুলোতে ঢাবি ও ঢাকাকেন্দ্রিক আধিপত্য কমিয়ে দ্রুত সময়ে সংস্কারের আহ্বান জানাচ্ছি। পিএসসি-ইউজিসিসহ সকলক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় ও স্থানের দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে ইনক্লুসিভ বাংলাদেশের পূর্ণ বাস্তবায়নের পথে অগ্রসর হওয়ার জোর দাবী জানাচ্ছি।

উপরোল্লিখিত পরিস্থিতি বিবেচনা করার জন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দুই দিনের আল্টিমেটাম দিচ্ছি। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পদক্ষেপ দৃশ্যমান না হলে ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ এর দাবীতে পরবর্তী কঠোর কর্মসূচীর আহ্বান করা হবে।


সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে বিকেন্দ্রীকরণের দাবীতে আপনারাও সোচ্চার হোন। হাজারো শহীদের রক্ত, অসংখ্য আহত- পঙ্গুত্ববরণকারী ভাইবোনদের আহাজারির উপর দাঁড়িয়ে এ বাংলাদেশে আর কোনো বৈষম্য, স্বেচ্ছাচারিতা, ফ্যাসিবাদী মনোভাব, আধিপত্যবাদ আমরা বরদাশত করবো না। ঢাকাকেন্দ্রিকতার বাহিরে এসে আমাদের এই গণআন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  এস.এম সালমান সাব্বির, ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরুল ইসলাম শহীদ, ইসলামিক স্ট্যাডিজ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!