AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে গভীর রাতে নারীর ঘরে ধরা পড়া সেই এএসআই বরখাস্ত


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৪:৫৯ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
রাজশাহীতে গভীর রাতে নারীর ঘরে ধরা পড়া সেই এএসআই বরখাস্ত

রাজশাহী গভীর রাতে নারীর ঘরে ‘ধরা পড়ে’ সাময়িক বরখাস্ত হয়েছেন সোহেল রানা নামের সেই এএসআই। বুধবার সন্ধ্যায় তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। এএসআই সোহেল রানা আরএমপির চন্দ্রিমা থানায় কর্মরত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে নগরের সাতবাড়িয়া মহল্লায় এক নারীর ঘরে এএসআই সোহেল রানাকে পেয়ে আটকে রাখেন স্থানীয়রা। এ সময় তাকে লাঠিপেটা করে থানায় খবর দেয়া হয়। পরে মতিহার থানা-পুলিশ তাকে উদ্ধার করে।

মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, ‘রাতে ওই নারীর বাড়ি থেকে উদ্ধার করে এনে এএসআই সোহেল রানাকে থানা হেফাজতে রাখা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করে। তখন তাকে চন্দ্রিমা থানায় পাঠিয়ে দেয়া হয়। সেখান থেকে এএসআই সোহেল পুলিশ লাইন্সে চলে যান।’

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘এএসআই সোহেলকে পুলিশ লাইন্সে ক্লোজড করার পাশাপাশি সাময়িক বরখাস্তও করা হয়েছে। এখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হবে। তারপর সে অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’

এএসআই সোহেল রানাকে যে নারীর ঘরে পাওয়া যায় সে নারী থাকেন তার বাবার বাড়িতে। তার স্বামী একজন মাদক কারবারি। বছর দেড়েক জেল খেটে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। স্বামী কারাগারে থাকার সময় থেকেই ওই নারী থাকেন বাবার বাড়িতে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!