AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামপুরে জমি সংক্রান্ত জেরে ফিল্মি স্টাইলে নারীদের উপর হামলা


Ekushey Sangbad
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
০৫:৫২ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
ইসলামপুরে জমি সংক্রান্ত জেরে ফিল্মি স্টাইলে নারীদের উপর হামলা

জামালপুরে ইসলামপুরে পাথর্শী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর ফিল্মী স্টাইলে হামলার ভাইরাল ভিডিও ঘটনায় মামলায় আসামী জুয়েলকে আটক করেছে পুলিশ।


জানা যায়, উপজেলা পাথর্শী ইউনিয়নের মুখশিমলা মোল্লাবাড়ীর জসিজলের স্ত্রী আবেদা বেগম (৪৩) গংদের সাথে একই এলাকার লিয়াকত আলীর ছেলে জুয়েল গংদের বসতবাড়ীর জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে।


ভোক্তভোগী আবেদা বেগমের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ জুয়েল গংরা বিভিন্ন সময়ে তাদের ক্ষয়ক্ষতিসহ করার হুমকি দিয়ে আসছিল। গত শুক্রবার বিকালে জুয়েল তার বাহিনী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা করে এলোপাতাড়ি ভাবে হামলা করে। এতে কনিকা আক্তার(২৬), প্রিয়া আক্তার (১৮), সনেকা বেওয়া (৬০), ছাহারা বেগম (৪০)সহ ৫জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থা সনেকা বেওয়া (৬০) জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এই ঘটনায় ভোক্তভোগী আবেদা বেগম বাদি হয়ে জুয়েল (২৫), লিয়াকত আলী (৬০), সোহেল (২৮)ও সেলিম (৩৫)সহ ৪জনকে আসামী করে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন।


ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ঘটনার পর থেকে বিবাদী জুয়েলসহ সবাই পলাতক ছিল। ইতোমধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার রাতে আসামী জুয়েলকে পৌর এলাকার নটারকান্দ গ্রাম থেকে আটক হয়েছে। অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!