পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক পদবঞ্চিত নেতা মো. দলিল উদ্দিন মোল্লার সাংগঠনিক পদ ফিরে পাওয়ার দাবীত বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার কালিশুরী কওমিয়া মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
কালিশুরী ইউনিয়ন বিএনপি`র সহ-সভাপতি আব্দুল হক আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি`র আহবায়ক কমিটির সদস্য আজিজুল হক কাজল।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিশুরী ইউনিয়ন বিএনপি`র সাবেক সভাপতি আব্দুল কাদের মিয়া, কালিশুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাদা তালুকদার ও বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক দলিল উদ্দিন ধলু মোল্লা, ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ফয়সাল মোল্লা।
এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :