খুলনার সোনাডাঙ্গায় সন্ত্রাসীদের হামলায় আল আমিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ২২তলা ডেল্টা ভবনের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আল আমিন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে এবং মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে আল আমিন কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার শরীরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মোটরসাইকেল থেকে তিনি পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :