ময়মনসিংহের নান্দাইলে নিজ বানাইল গ্রামের প্রতিবন্ধী ফয়েজ উদ্দিন হুইল চেয়ারে চেপে একটা রাস্তার আবেদন নিয়ে এসেছেন ইউএনওর কাছে।
কারো সহযোগিতা ছাড়া দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ে উঠা তার পক্ষে অসম্ভব। প্রতিবন্ধী ফয়েজ উদ্দিনকে কষ্ট করে সিড়ি বেয়ে যেন উঠতে না হয় সেজন্য ইউএনও নিজেই নীচে নেমে আসলেন প্রতিবন্ধী ফয়েজ উদ্দিনের কাছে।শোনলেন তার কষ্টের কথা।
একজন মানবিক ইউএনও সারমিনা সাত্তার।সদ্য যোগদান করা ইউএনও তার এই মানবিকতায় প্রশংসায় ভাসছেন সর্বত্র। যোগদানের পর থেকেি সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর কাছে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) ইউএনও সারমিনা সাত্তার তার অফিসিয়াল ফেইসবুক আইডিতে লিখেন অফিসে ঢোকার রাস্তায় সেদিন চোখে পড়লো এই চাচাকে। এসেছেন হুইল চেয়ারে চেপে। উপজেলা নির্বাহী অফিসার এর কাছে একটা রাস্তার আবেদন নিয়ে৷ কারো সহযোগিতা ছাড়া দুইতলায় উঠা এই মানুষগুলোর পক্ষে অসম্ভব। কাছে গিয়ে তার শুনানি নিলাম।
জীবন যুদ্ধে পরাজিত মানুষগুলো কোনো প্রয়োজনে এলে তাদের কষ্ট করে সিড়ি বেয়ে উঠতে হবেনা। আমিই নেমে আসবো তাদের কাছে। মহান আল্লাহপাক সহায় হোক সকলের।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :