জাতীয়তাবাদী যুবদল, মুকসুদপুর পৌর শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে মুকসুদপুরের গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুকসুদপুর পৌর যুবদলের ৯ নং ওয়ার্ড এ মত বিনিময় সভার আয়োজন করে।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি বদিরুজ্জামান খান বিল্টু, মোঃ বেলায়েত হোসেন মুন্সি।
মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুজ্জামান লিটনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুল কাইয়ুম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, মোঃ আনিচুর রহমান, সদস্য মোঃ নিশাম মিয়া, অনুপম সরকার, মোঃ মজনু শেখ, মোঃ তাজু সরদার, ৪ নং ওয়ার্ড সভাপতি উবাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মোঃ মন্টু মাতুব্বর ও মোঃ জাহিদ হোসেন খন্দকারকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকি সদস্যবৃন্দ হলেন সিনিয়র সহসভাপতি মোঃ সাইদ মোল্লা, যুগ্ম সম্পাদক মোঃ মিরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিনাত শেখ, দপ্তর সম্পাদক মোঃ মিলন মাতুব্বর ও প্রচার সম্পাদক হিসাবে আবুল হোসেনকে নির্বাচিত করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :