কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় চারটি নৌকাসহ ১৯ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ ও ঘোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া জেলেরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা।
টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌ-ঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর জানান, মাছ শিকার করতে যাওয়া চারটি নৌকাসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদীতে মাছ শিকারের সময় জেলেরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় গেলে ১৯ জেলে ধরে নিয়ে যায় আরকান আর্মি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। তাদের ফেরত আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।
একুশে সংবাদ/ঢ.প/এনএস
আপনার মতামত লিখুন :