আন্তজার্তিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ৬ দিন ব্যাপি অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে বই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন একুশে পদক ও বাংলা একাডেমী পুরুষ্কার প্রাপ্ত সাহিত্যিক হরি শংকর জলদাস।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার আক্তার হোসেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ইউসুফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, সনাকের জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী।
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলায় প্রায় ২০টি পুস্তক প্রতিষ্ঠান অংশ নেয়। এতে মুক্তযুদ্ধ, ছড়া, কবিতা, উপন্যাসসহ জাতীয় ও আন্তজার্তিক খ্যাতিমান লেখকদের বই প্রদর্শন করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :