চুয়াডাঙ্গার জীবননগরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে এক ফার্মেসী ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে জীবননগর পৌর এলাকার মুক্তিযোদ্ধা সড়কে আল শেফা ফার্মেসীতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জীবননগর পৌর এলাকায় বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মুক্তিযোদ্ধা সড়কে মেসার্স আল শেফা ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল মজুদ করা এবং বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পুনরায় এই অপরাধ না করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের কে সতর্ক করেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে ঘোষণা দেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :