AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৯:১৮ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
বাউফলে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজার সংলগ্ন সরকারি খালে বাঁধদিয়ে ভরাট করে দখল করে নির্মিত ইউনিয়ন আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু’র নেতৃত্বে ভেকু দিয়ে অফিস ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নেছার উদ্দিন সিকদার খালটি দখল করে দলীয় অফিস ভবন বানিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের ক্ষমতাধর ব্যাক্তি ছিলেন বিধায় ওই সময় সরকারি কর্মকর্তারাও এ বিষয়ে পদক্ষেপ নিতে পারেননি।

গত ৫ আগস্টের পর নেছার উদ্দিন আত্মগোপনে চলে যান। এরপর থেকে তালাবদ্ধ করে রাখা হয় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসটি।

কালিশুরী বাজার কমিটির সভাপতি মো. ফয়সাল মোল্লা বলেন, কালিশুরী বাজারের জলাবদ্ধতা নিরসনের পথ উন্মুক্ত হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু বলেন, একাধিকবার নোটিস দেওয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!