নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
দিবসটি পালন উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল-আমীন হোসেন,জীবননগর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা,জীবননগর থানা নির্বাহী কর্মকর্তা(ওসি) মামুন হোসেন,উপজেলা একাডেমি সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন প্রাণী সম্পদ কর্মকর্তা তানভির হাসান সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন।শহীদ দিবস পালন উপলক্ষে প্রভাতফেরী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা ও ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :