AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একুশের প্রথম প্রহরে মুকসুদপুরে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা


একুশের প্রথম প্রহরে মুকসুদপুরে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

গোপালগঞ্জের মুকসুদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা প্রশাসন পক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে মুকসুদপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক তাসনিম আক্তার, উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি তাসনিম আক্তার ও সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা  শিল্পকলা একাডেমি, মুকসুদপুর পুলিশ ষ্টেশনের পক্ষে ওসি মোঃ মোস্তফা কামাল, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজুর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু নেতৃত্বে পৌর বিএনপি ও অঙ্গসংগঠন ফুল দেন।
এরপর মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদদীন উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর রিপোর্টার ইউনিটি, প্রেসক্লাব, মুকসুদপুর, পান্নু স্পোর্টস একাডেমিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণি পেশার মানুষেরা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!