খুলনা মহানগরী ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত সাইন্স ফেস্ট-২০২৫-এ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা ও প্রজেক্ট প্রদর্শনী সবাইকে মুগ্ধ করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, "আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে এবং বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তাধারার প্রশংসা করেন এবং বিজ্ঞানচর্চার প্রসারে সরকারি পৃষ্ঠপোষকতা ও পর্যাপ্ত তহবিল বরাদ্দের আহ্বান জানান।
খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই বিজ্ঞান উৎসবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট উপস্থাপন করে। ৭২টি টিমের ২১২ জন অংশগ্রহণকারী তাদের উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার পথ দেখায়। বিচারক প্যানেল ও দর্শনার্থীরা ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট দেখে অভিভূত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক মাহফুজুর রহমান ও এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। প্রথম ১০টি টিমকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রথম স্থান অধিকারী টিম পায় ১৭,০০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী পায় ১৪,০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পায় ৮,০০০ টাকা। এছাড়াও ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারী প্রতিটি টিমকে ক্রেস্ট ও ১,০০০ টাকা প্রদান করা হয়।
রুবিক্স কিউব প্রতিযোগিতায় ১২৭ জন অংশগ্রহণ করেন। প্রথম স্থান অধিকারী পায় ৫,০০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী পায় ৩,০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পায় ২,০০০ টাকা। ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারী প্রত্যেকে পায় ৫০০ টাকা ও ক্রেস্ট। এছাড়াও ম্যাথ অলিম্পিয়াড ও সুডোকু গেমে অংশগ্রহণকারীদের মধ্যে সেরাদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইফুন শিল্পী গোষ্ঠীর পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এই আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :