AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে মাইক্রোবাসে আগুন


বোয়ালখালীতে মাইক্রোবাসে আগুন

চট্টগ্রামে বোয়ালখালীতে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে চলন্ত একটি মাইক্রোবাস। এসময় জলন্ত গাড়ি থামিয়ে নেমে দ্রুত নেমে পড়ায় প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির চালক ও হেলপার। তবে নুরুল ইসলাম(৫৫) নামের এক মাতাল ব্যক্তি দগ্ধ হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে পৌর সদরের বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্রিমা বড়ুয়া বলেন, দগ্ধ নুরুল ইসলামকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

তিনি নেশাগ্রস্ত ছিলেন এবং মাতলামি করছিলেন। দগ্ধ নুরুল ইসলাম উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামের বাসিন্দা বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, মাইক্রোবাসটিতে (চট্টমেট্রো চ -১১-৩০৭৮) শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১৫ মিনিটে আগুন নির্বাপণ করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, সড়কে গাড়িটিকে জলন্ত অবস্থায় গিয়েছিলো। ঘটনাস্থলে গাড়ির মালিক-চালক কাউকে  পাওয়া যায়নি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। প্রত্যক্ষদর্শী ও গাড়ি চালকদের সাথে কথা বলে জানা গেছে, মাইক্রোবাসটি পোপাদিয়া থেকে গোমদণ্ডী ফুলতলের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের যাত্রী নিয়ে এসেছিলো। এরপর আবারও যাত্রী আনতে পোপাদিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা চালক ও হেলপার দ্রুত নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন। তবে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি আগুনে দগ্ধ হন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!