বরিশাল জেলার উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উজিরপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি দিনটি পালন করা হয়েছে।
মহান ভাষা শহীদদের সম্মানে রাত বারোটা এক মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পঅর্পক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কফিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শওকত আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উজিরপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষথেকে মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাস্টার, মোতালেব হোসেন, মোঃ আয়নাল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
ধারাবাহিক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন উজিরপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন উজিরপুর পুলিশের একটি চৌকস দল। জাতীয়তাবাদী দল বিএনপি`ও অঙ্গসংগঠনের পক্ষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। অপরদিকে একুশে ফেব্রুয়ারি সকালে সহাস্রাধীক নেতা কর্মী নিয়ে উজিরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি`র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক (পিরোজপুর ও বরগুনা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক) কাজী রওনাকুল ইসলাম টিপু, শ্রদ্ধা নিবেদন করেন সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিচুর রহমানের নেতৃত্বে শিক্ষক বৃন্দ, সরকারি ডাব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহ আলমের নেতৃত্বে শিক্ষকবৃন্দ, উপজেলা গন অধিকার পরিষদ, শ্রদ্ধা নিবেদন করেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম এর নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, উজিরপুর প্রেসক্লাব, নিবেদন করেন যুবদল নেতা সাহাদুজ্জামান কমরেড, ছাত্রদল, শ্রমিক দল, সেচ্ছা সেবক দল,কৃষক দল সহ রাজনৈতিক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান। সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে এক আলোচনা সভা ও চিত্র অংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহান ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে দোয়া - মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়াও মন্দির ও গির্জা সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় মহান শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :