গোপালগঞ্জের মুকসুদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে উপজেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার অন্যান্য অতিথিদের নিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান সেলিমসহ গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, মনোমুগ্ধকর এমন আয়োজনে সন্তুষ্ট হয়ে উপজেলা শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :