নওগাঁর নিয়ামতপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আশ্রয় এনসিওর প্রকল্পের আওতায় উপজেলার ধানশা, উষ্ঠিপাড়া, পীরপুকুরিয়া, একরামুল শাহ, দারাজপুর, পাড়ইল, বাসুদেবপুর ও নিমদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় অমর ২১শে ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আশ্রয় এনসিওর প্রকল্প নিয়ামতপুর উপজেলার উপজেলা ম্যানেজার জনাব মোঃ জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উষ্ঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদ আরা, ধানশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, একরামুল শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেশাদ বানু, আশ্রয় এনসিওর প্রকল্পের এডুকেশন অর্গানাইজার শান্তি হাসদা সহ ইডিসি কমিটির সদস্য, এসএমসি কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :