মাদক বিরোধী অভিযানে গাজীপুরের কালীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের বাগমারপাড়া এবং বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিন খলাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিনের নির্দেশে এসআই মোঃ কামরুল ইসলাম, এসআই মোঃ হায়াতুর রহমান এবং এসআই মোঃ ইব্রাহিম শেখসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় দৌড়ে পালানোর সময় বাগমারপাড়া প্রাইমারী স্কুল মাঠ হতে বাগমারপাড়া এলাকার আফসার উদ্দিনের পূত্র দুলাল বাগমার (৫৫) কে আটক করা হয়। তাকে তল্লাশি করা করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ২ হাজার একশত টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। দুলাল দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদক এবং মারামারিসহ বিভিন্ন ধারায় ৯ টির বেশি মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) ৪১ ধারায় মামলা রজু করা হয়েছে। মামলা নং ২০। তারিখ ২০/০২/২৫।
অপরদিকে দক্ষিনখলাপাড়া এলাকার মৃত আব্দুর সাত্তার দর্জির পূত্র নাহিদ দর্জি (৩৬) কে সাদা পলিথিনে মোড়ানো ৫০০ গাজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ৪১ ধারায় মামলা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন মুঠোফোনে প্রতিবেদককে বলেন, মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :