অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি চাঁদপুরের সর্বস্তরের লোকজন গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর ১২টা ১ মিনিটে চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এরপর ধারবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক।
এছাড়াও পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে এসপি সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর মেডিকেল কলেজ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা মৎস্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদফতর চাঁদপুর, গণপূর্ত বিভাগ, জেলা সমাজ সেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, চাঁদপুর পৌরসভা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
পর্যায়ক্রমে আরো শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রাণী সম্পদ দফতর, জেলা কারাগার, জেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়, জেলা পরিবেশ অধিদফতর, আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর, জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, চাঁদপুর সদর মডেল থানা ও চাঁদপুর রেলওয়ে থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এদিকে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহরের বিভিন্ন এলাকা থেকে সরকারি দফতরের কর্মকর্তারা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে লোকজন শহীদ মিনার এলাকায় জড়ো হয়।
খুবই শৃঙ্খলানার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান ও দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম.আর ইসলাম বাবু।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :