বৃহস্পতিবার গভীররাতে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গো-হাট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী দুইটি পাইপগানসহ বিভিন্ন ধরণের সরঞ্জামাদি উদ্ধার করেছে মাগুরা সেনা ক্যাম্প।
সেনাবাহিনী ও শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাগুরা সেনা ক্যাম্পে গোপনে অভিযোগ আসে যে, উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গরু হাটের পাশে রাতের আঁধারে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র সরকারি রাস্তার গাছ অবৈধভাবে গাছ কেটে নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর সেনা ক্যাম্পের রাতের টহল টিম ও শ্রীপুর থানা পুলিশের সদস্যরা বৃহস্পতিবার রাত অনুমান ১১টার দিকে উক্ত স্থানে উপস্থিত হয়ে অভিযান অভিযান শুরু করেন। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। যৌথবাহিনীর অভিযানকালে উক্ত স্থান থেকে দেশীয় তৈরী দুইটি পাইপগান, পাইপগানে ব্যবহৃত অতিরিক্ত একটি ব্যারেল ও গাছকাটা কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিনচালিত টলি, ১টি ব্যাটারীচালিত ভ্যান, ২টি গাছকাটা করাত, ১টি কুড়াল, ৪টি গাছকাটা দা ও ৪টি রিং রেঞ্জ এবং বেশকিছু অবৈধ কাঠ উদ্ধার করা হয়।
এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পাইপগানসহ সকল সরঞ্জামাদি শ্রীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। তবে, কে বা কারা গাছকাটা কাজে জড়িত ছিল বা কারা এই অবৈধ অস্ত্রগুলি রেখে গিয়েছে সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :