মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে নাটোরের লালপুরে বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি।শুক্রবার বেলা ১১ টার দিকে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এক বিশাল র্যালি বের করা হয়। লালপুর-বাঘা সড়ক প্রদক্ষিন করে আবার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়।
পরে ভাষা শহীদ স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে এ্যাডভোকেট ফারাজনা শারমিন পুতুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু,উপজেলা যুবদলের আহ্বায়ক আ: সালাম, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সহ-সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টার, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু,
গোপালপুর যুবদলের নেতা আ: সালাম ভুবন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, মাহামুদ হাসান রবিন, সজিব হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :