AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


Ekushey Sangbad
জহিরুল ইসলাম সরকার, জুড়ী, মৌলভীবাজার
০৬:২৩ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
জুড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মৌলভীবাজারের জুড়ীতে ‍‍`অমর একুশে‍‍`, মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২১ শে ফ্রেরুয়ারী (শুক্রবার) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্র ধর।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) বিধায়ক চক্রবর্তী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীমুল হক, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আব্দুর রহিম, জুড়ী ফায়ার সার্ভিসের সাব অফিসার এসএম শামীম,

উপজেলা জামায়াতের প্রেস সেক্রেটারি আশরাফুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আফজাল হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

এর আগে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, জুড়ী থানা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পন করা হয়।   

একুশে সংবাদ/ এস কে

Link copied!