AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবিতায় বঙ্গবন্ধু-একাত্তর থাকায় একুশের আবৃত্তি অনুষ্ঠান বন্ধ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৬:২৭ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
কবিতায় বঙ্গবন্ধু-একাত্তর থাকায় একুশের আবৃত্তি অনুষ্ঠান বন্ধ

চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে টিঅ্যান্ডটি এলাকায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানটির আয়োজন করেছিল চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত শিডিউল অনুসারেই ২১ ফেব্রুয়ারি সকাল থেকে অনুষ্ঠানটি চলছিল। বেলা ১১টার দিকে সেখানে কবিতা আবৃত্তি হয়। একটি কবিতা পাঠের একর্যায়ে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা হলে সেখনে হট্টোগোলে সূত্রপাত হয়। পরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা-কর্মীরা গিয়ে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এ সময় এমন কবিতা পড়ার জন্য এক আবৃত্তিশিল্পীকে হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।

জাসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, ‘ওই অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলছিল। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি। প্রশাসন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।’

আয়োজকদের মধ্যে কয়েকজন জানান, বেলা পৌনে ১১টার দিকে এক আবৃত্তিশিল্পী কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতাটি পড়ছিলেন। এই কবিতার কয়েকটি লাইনে বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, ৭ই মার্চ, মাওলানা ভাসানী ইত্যাদি শব্দ ছিল। এই লাইনগুলো পড়ার পর মঞ্চের উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে জাসাসের নেতাকর্মীরা এসে প্রতিবাদ জানান। যিনি কবিতাটি পড়ছিলেন, তাকে হেনস্তা করা হয়। একপর্যায়ে তাকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

একজন শিল্পীকে হেনেস্তা করা বিষয়ে জানতে চাইলে মামুনুর রশিদ বলেন, ‘ছেলেটাকে হেনস্তা করা হয়েছে কি না, আমি দেখিনি। আমাদের পরে পুলিশ প্রশাসন অনুষ্ঠানে হস্তক্ষেপ করে।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ওখানে একটা অনুষ্ঠানে আবৃত্তির মধ্যে শেখ মুজিবুর রহমানের নাম বলেছে বলে আমাদের জানানো হয়। পরে পুলিশ ফোর্স দল সেখানে গেছে। ততক্ষণে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

 

একুশে সংবাদ/দ.ই/এনএস

Link copied!