সিলেটের মুরারি চাঁদ (এম.সি) কলেজের ছাত্রাবাসে কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদের ওপর হামলার প্রতিবাদে ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা এবং কুয়েটের ভিসিকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রামপাল উপজেলা ছাত্রদল।
শুক্রবার(২১ ফেব্রুয়ারি) বিকেলে রামপাল উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার উজলকুড় ইউনিয়নের রনসেন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ফয়লা বাজার বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসাইন শেখ বাদল, আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হাওলাদার তুহিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, ছাত্রদল নেতা মোঃ মঈন, মোঃ সুমন, পল্লব হোসাইন রাজু, পাপ্পু, মেহেদী, মোহাম্মদ, কোহিনুর হাওলাদার, রাকিব, ইয়াছিন আরাফাত, মোঃ সাবু, মোঃ রফিকুল ইসলাম, পিয়াস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একটি ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি করছে, তারা বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত হামলা চালাচ্ছে। স্পট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশ গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের ১৬০ জনের অধিক নেতা-কর্মী শহিদ হয়েছে। দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার চোখে চোখ রেখে আন্দোলন সংগ্রাম করেছে ছাত্রদল। ছাত্রদের নেতা-কর্মীদের ভঁয় দেখাতে আসবেন না। কিছু সংগঠন তাদের পরিচয় গোপন রেখে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেছে। আপনারাও যদি ছাত্রলীগের মত আচরণ করেন আপনাদের পরিনতিও ছাত্রলীগের মত হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :