বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, বায়ান্ন’র ভাষা আন্দোলন জাতির শ্রেষ্ঠ অর্জন। অনধিকার চর্চা ও অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে ভাষা আন্দোলন আমাদের প্রেরণা যোগায়।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগরী সভাপতি আব্দুস সালাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু-এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ, নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি আব্দুল মোমিন, মহানগরী সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদ হাফিজুর রহমান প্রমুখ।
আ.ন.ম শামসুল ইসলাম বলেন, পাকিস্তানী শাসকগোষ্ঠী আমাদের মাতৃভাষার উপর অনধিকার হস্তক্ষেপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে মানুষের ভাষার বৈচিত্র্যকে তাঁর সৃষ্টির নিদর্শন বলে উল্লেখ করেছেন। পৃথিবীতে বহু ভাষা রয়েছে। মানুষ তাঁর মাতৃভাষায় কথা বলে যে আনন্দ অনুভব করে। অন্য ভাষায় কথা বলে তারা স্বস্তি পায় না। পাকিস্তানী শাসকগোষ্ঠী মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার মত অনধিক চর্চা করতে পিছপা হয়নি। যার ফলাফল তারা হাতেনাতে পেয়েছে।
তিনি বলেন, একটি দেশ জাতি এগিয়ে যাওয়ার জন্য মাতৃভাষা চর্চার বিকল্প নেই। দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে শ্রমিক ও ছাত্ররা রক্ত দিয়ে যে ভাষার বিজয় ছিনিয়ে এনেছিল আজকে দেশে সেই ভাষার প্রতি যথেষ্ট অবহেলা করা হচ্ছে। আজকে বিশ্বের সাথে তালমিলিয়ে চলার কথা বলে এক শ্রেণির মানুষরা তাঁদের সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুল কলেজে পাঠাচ্ছে। এই প্রজন্ম বাংলায় ঠিকভাবে কথা বলতে পারে না। আমরা সকল শ্রেণি পেশার মানুষদের কাছে দাবি জানাচ্ছি আগে মাতৃভাষার যথাযথ চর্চা করুন। মাতৃভাষাকে অবহেলা করে দেশকে এগিয়ে নিতে পারবেন না।
এছাড়াও নিম্নোক্ত শাখায় মাতৃভাষা দিবসের কর্মসূচি পালিত হয়েছে
ঢাকা মহানগরী উত্তর : ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আলোচনা সভাপতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মহিব্বুল্লাহ ও সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান। উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মিজানুল হক, সহ-সাধারণ সম্পাদক জামিল মাহমুদ ও মাহবুবুল আলম প্রমুখ।
নারায়ণগঞ্জ মহানগর : নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে শ্রমিকদের নিয়ে চাষাড়া অডিটোরিয়ামে সামষ্টিকভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি আব্দুল মোমিন। উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি আব্দুল হাই, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম জেলা দক্ষিণ : চট্টগ্রাম জেলা দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সভাপতি মুহাম্মদ নুরুল হোসাইন।
কক্সবাজার জেলা : কক্সবাজার জেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি শামসুল ইসলাম বাহাদুর-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস ইউ বাহাদুর-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদব মুহাম্মদ ইসহাক।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :