AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন


Ekushey Sangbad
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
১০:০১ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুরে  ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন

ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামে ‍‍`বসুধা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (আস্থা মানবিক রক্তদান ফাউন্ডেশন)‍‍` কর্তৃক ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শিরগ্রাম ফুটবল খেলার মাঠে এ ক্যাম্পেইন শুরু হয়। স্থানীয় ডায়াবেটিস ও চক্ষু রোগীরা ক্যাম্পেইন থেকে কমমূল্যে ওষুধ, ব্যবস্থাপত্র এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। এছাড়া আগ্রহীদের ফ্রি ব্লাড গ্রুপও নির্ণয় করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা থানা জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ সভাপতি ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা কাজী সাজেদুল হক লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. শেখ মো. নাজমুল হাসান, ডা. শিবু দেব সায়মান, বিশিষ্ট  সমাজ সেবক ও মানবতার ফেরিওয়ালা খ্যাত রক্তযোদ্ধা সুমন রাফি, মো. আরমান উজ্জামান রাজু, রুবেল মোল্যা, মো. লিটন মাস্টার, মো. শাহীন মোল্যা ও কাজী কাকুল। মো. ইনামুল হক মাস্টারের সভাপতিত্বে এবং মো. আব্দুল্লাহ মোল্যার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন, মো. শাকিল মৃধা, মো. মনির হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে আগত শিরগ্রাম নিবাসী চক্ষু রোগী সখিরন নেছা (৪৫) বলেন, চোখ দেখাতে এসেছিলাম। চোখ দেখিয়েছি। কোন টাকা লাগে নাই। 
ক্যাম্পেইনে আগত অপর সুবিধাভোগী শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শিল্পী সাহা বলেন, এখান থেকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করালাম। আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চক্ষু পরীক্ষা করাতে এসেছেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!