AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্কুলের পিকনিকে যাওয়া হলো না শিক্ষার্থী রাশেদের


Ekushey Sangbad
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী, জামালপুর
০২:৪২ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
স্কুলের পিকনিকে যাওয়া হলো না শিক্ষার্থী রাশেদের

স্কুলের পিকনিক যাওয়ার পথিমধ‍্যে গাছের ডালের আঘাতে লাশ হয়ে বাড়ি ফিরলো দশম শ্রেণীর শিক্ষার্থী রাশেদুল ইসলাম (১৬)। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলা সাতপোয়া ইউনিয়নের সোনাকান্দর তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে গাজীপুর সাফারি পার্কের উদ্দ্যেশে বার্ষিক শিক্ষা সফরে (পিকনিক) বের হয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় ২টি বাস ভাড়া করে প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ কি.মি. দূরে সোনাকান্দর  মোড় পর্যন্ত গেলে রাশেদুল চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে দেন। হটাৎ রাস্তা পাশে থাকা কাঁঠাল গাছের ডালের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুত্ব আহত হয় রাশেদুল। পরে সঙ্গে সঙ্গে শিক্ষকরা তাকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত শিক্ষার্থী একই ইউনিয়নে আদ্রা মধ্যপাড়া গ্রামের ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক এর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছেন।


ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান থেকে ১০৩জন শিক্ষার্থীসহ শিক্ষকরা মিলে দুইটি বাসে রওনা দেই। পথিমধ‍্যে এক শিক্ষার্থী চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে দেয় এবং গাছের ডালের আঘাতে মারা যায়। আমরা শোকাহত।


এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। পরিবারে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!